দেশে এত দিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদরাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। ফলে দেশের প্রায় ১৯ হাজার কওমি মাদরাসার ১৪ লাখের বেশি শিক্ষার্থী এবার পর্যায়ক্রমে টিকার আওতায় আসবেন।
এবার দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর। মিরপুরের একটি কওমি মাদরাসায় ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে আজ (রবিবার) এই কার্যক্রম শুরু হলো।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে নয় কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ পেয়ছেন ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।
এর বাইরে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।