শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
এশিয়ান গেমসের বাছাইপর্ব
ম্যাচ-সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু। গ্রুপে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে।
থাইল্যান্ডের ব্যাংককে ‘বি’ পুলের নিজেদের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। লাল-সবুজদের সবগুলো গোলই হয়েছে ফিল্ড গোল থেকে।
ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে শুভ সূচনা করলো বাংলাদেশ। দুই মাস আগেই এই ইন্দোনেশিয়ার জালে সাতবার বল জড়িয়েছিল বাংলাদেশ। এবারও সহজ জয় পেল ইমান গোবিনাথানের দল।
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচ হয়। খেলার ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সারোয়ার হোসেনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। প্রথম কোয়ার্টারের দৌড়ে এগিয়ে থাকলে দেশ। প্রথমার্ধের ২৩ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান বাড়ান পুস্কর খিসা মিমো।
বিরতির পর ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আন্দ্রেয়া সান্দ্রেয়ার গোলে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল ইন্দোনেশিয়া। সেই ঝুঁকি বাড়তে না দিয়ে পরের মিনিটেই ফিল্ড গোলে বাংলাদেশের ব্যবধান বাড়ান ফজলে রাব্বী। শেষ পর্যন্ত এই গোলটাই গড়ে দিয়েছে বাংলাদেশের জয়ের ভিত।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।