জেলেনস্কিকে হাসপাতালে আহত সেনাদের খোঁজ নিতে দেখা গেছে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

জেলেনস্কি বাড়ির বাইরে এলেন

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে জেলেনস্কিকে হাসপাতালে আহত সেনাদের খোঁজ নিতে দেখা গেছে। এ সময় আহত সেনাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। এক পর্যায়ে সেনাদের প্রশংসা করে পদকও দেন এই রাষ্ট্রপ্রধান।

 

ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, সুস্থ হয়ে ওঠো। তোমাদের শক্তি কামনা করি। তোমরা মহান।

 

 

বেশ কিছুদিন সীমান্তে সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা ১৯ দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে তীব্র লড়াই চলছে। যুদ্ধ শুরুর পর থেকেই নিজ বাসা-কর্মস্থল থেকেই নির্দেশনা দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ভার্চুয়ালি বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেছেন তিনি। প্রায়ই তাকে ভিডিওতে দেখা গেলেও এবার বাসার বাইরে এসে আহত সেনাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

 

 

রোববার (১৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা।

 

 

এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

 

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র: বিবিসি, আলজাজিরা

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *