শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা তাঁর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। আমরা যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব। এবং সে বৈঠকের সম্ভাব্য স্থান হতে পারে জেরুজালেম।’
‘শান্তির সন্ধানে আলোচনার জন্য এটাই (জেরুজালেম) সঠিক জায়গা’, যোগ করেন জেলেনস্কি।
রোববার ভার্চুয়ালি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরে জেলেনস্কি এসব কথা বলেন।
ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে শান্তি আলোচনার জন্য জেরুজালেমকে ‘সঠিক স্থান’ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংকট সমাধানে মধ্যস্থতা এবং ভবিষ্যৎ শান্তির জন্য ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে।
ভলোদিমির জেলেনস্কি রবিবার ইউক্রেনের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৈঠক আয়োজনের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।’
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।