বাংলাদেশ চলচ্চিত্র শিল্পি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গেল ৪ মার্চ শপথ নিয়েছেন জায়েদ খান। এই শপথ অনুষ্ঠানে আদালতের জাল কাগজ দেখিয়ে তিনি শপথ নিয়েছেন বলে নতুন অভিযোগ উঠেছে। জায়েদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন অভিনেতা সাইমন সাদিক ও অভিনেত্রী নিপুণ।
রবিবার হাইকোর্টের রায় আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়ে যাওয়ার দিন রাতে এফডিসিতে এসে এই অভিযোগ করেন তারা।
নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক জায়েদ খানের প্রার্থিতা বাতিলকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে করেই জায়েদ খান দায়িত্ব পালনের সুযোগ পায়। শপথ নেওয়ার প্রয়োজন হয়। তবে নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন জায়েদের ব্যাপারে আদালতের রায়ের সার্টিফায়েড কপি দেখতে চান। জায়েদ খান যে কাগজ দেখিয়েই শপথ নিয়েছেন সেটি জাল ছিলো বলে এই অভিযোগ উঠেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘কোর্ট থেকে আসা কোন কাগজটা সার্টিফায়েড না? কোর্টে রায় হয়ে গেছে গোটা বিশ্ব জানে। আমি কোর্ট অর্ডার নিয়েই শপথ নিয়েছি। এ ছাড়াও ল ইয়ার সার্টিফিকেটও জোগাড় করেছি। আমি যদি ভুয়া কাগজ জোগাড় করে শপথ নিই, তাহলে নিপুণ কি ভুয়া কাগজ দেখিয়ে আপিল করলেন? রায় হয়েছে বলেই তো সেটার প্রমাণ দেখিয়ে আপিল করেছেন উনি। ‘
সবশেষ রোববার রাতে এফডিসিতে নিপুণকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় সাইমন বলেন, ‘কোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। কোর্ট থেকে যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেওয়া হয়নি। তাহলে কিসের কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান? যে কাগজ দেখানো হয়েছে সেটি ভুয়া ছিল। আমরা ইলিয়াস কাঞ্চন ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন, কাগজ সঠিক কি না জানেন না। আজ আমরা আদালতে গিয়ে জানতে পেরেছি কাগজটি আইনসিদ্ধ নয়। ‘