জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ১০ জন
রিপোর্টঃ জীবন চন্দ্র রায়
জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজারসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রাজধানীতে বৃহস্পতিবার তাঁদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
আজ শুক্রবার গুলশান বিভাগের উপকমিশনার মো; আসাদুজ্জামান এ তথ্য জানান।আটক হওয়া ব্যক্তিরা হলেন ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকির হোসেন, ইয়াসিন আলী, মাহবুব ইশতিয়াক ভূঁইয়া, আনিছুর রহমান সোহান, দুলাল হোসাইন, মো. আসলাম, আব্দুল রাজ্জাক, জাকির হোসেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম।
মো. আসাদুজ্জামান বলেন, ‘সেলস ম্যানেজার জাকির ব্যাংকের সার্ভার থেকে ধনী গ্রাহকদের তথ্য সরবরাহ করতেন। তাঁরা স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে আরটিজিএস ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সাড়ে ছয় কোটি টাকা আরেকটি কোম্পানির নামে নিয়ে যাচ্ছিলেন।’
উপকমিশনার আসাদুজ্জামান বলেন, ‘তাঁদের আরও পরিকল্পনা ছিল আরটিজিএস সিস্টেমের মাধ্যমে আরেকটি প্রতিষ্ঠানের ১২ কোটি টাকা আত্মসাৎ করার। ফান্ড ট্রান্সফারের পরিকল্পনার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের ফান্ড ট্রান্সফার ফরম, চেকসহ অন্যান্য কাগজপত্র জব্দ করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এ-র সঙ্গে থাকুন।