জাপার ভাইস চেয়ারম্যান হলেন

 

জাপার ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

শাফিন আহমেদ, জাপার ভাইস চেয়ারম্যান এবং খ্যাতনামা সঙ্গীতশিল্পী

শাফিন আহমেদ, জাপার ভাইস চেয়ারম্যান এবং খ্যাতনামা সঙ্গীতশিল্পী

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা সংগীতশিল্পী শাফিন আহমেদ। একইসঙ্গে বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

 

আজ রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এই তথ্য জানান।

 

তিনি বলেন, সংগীতশিল্পী শাফিন আহমেদকে (ঢাকা) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাদেরকে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

 

এর আগে, ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন মাইলস ব্যান্ডের এই গায়ক। যদিও পরবর্তীতে দলটির কার্মকান্ডে তাকে আর সক্রিয়ভাবে দেখা যায়নি। আর বোরহান উদ্দিন আহমেদ লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *