জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
নগরীতে বণার্ঢ্য শোভাযাত্রা বের করেন রংপুর মহানগরীর ১৫ ও ২৮ নং ওয়ার্ড জাতীয় পাটি
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার নগরীতে বণার্ঢ্য শোভাযাত্রা বের করেন রংপুর মহানগরীর ১৫ ও ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি। স্ব-স্ব ওয়ার্ড থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত বণার্ঢ্য শোভাযাত্রা ও সমাবেশে যোগ দেন।
রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও কাউন্সিলর প্রাথী মোঃ নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ টিটু ও সাংগঠনিক সম্পাদক রানা এবং রংপুর মহানগরীর ১৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন খবির, সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আলম ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম (খট্টু)সহ অন্যান্য নেতৃবৃন্দ পৃথক পৃথক শোভাযাত্রার নেতৃত্ব দেন।
এম. মিরু সরকার