জাতীয় শোক দিবস উপলক্ষে হিড এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে হিড এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)।

দিবসটি উপলক্ষে ১৫ই আগষ্ট মঙ্গলবার সকালে নগরীর রবার্টসনগঞ্জস্থ হিড কর্তৃক পরিচালিত এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)।

হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর সহ-সভাপতি এম.এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর সহ-সাধারণ সম্পাদক মোঃ শরফুদ্দিন,

অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, এ্যাডমিন অফিসার এম.এ আউয়াল, সদস্য মোঃ কাশেম ভোলা, এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফেরদৌস আরা, সহকারী শিক্ষক মোনালিসা, রওনক সুলতানা, নাজনীন নাহার, ফাতেমাতুজ জোহরা, রানী আক্তার ও আফরোজা সুলতানা শোভাসহ অন্য প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *