জাতীয় শোক দিবস উপলক্ষে হিড এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)।
দিবসটি উপলক্ষে ১৫ই আগষ্ট মঙ্গলবার সকালে নগরীর রবার্টসনগঞ্জস্থ হিড কর্তৃক পরিচালিত এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)।
হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর সহ-সভাপতি এম.এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর সহ-সাধারণ সম্পাদক মোঃ শরফুদ্দিন,
অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, এ্যাডমিন অফিসার এম.এ আউয়াল, সদস্য মোঃ কাশেম ভোলা, এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফেরদৌস আরা, সহকারী শিক্ষক মোনালিসা, রওনক সুলতানা, নাজনীন নাহার, ফাতেমাতুজ জোহরা, রানী আক্তার ও আফরোজা সুলতানা শোভাসহ অন্য প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।