শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন, এক মাসের জন্য
রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পুরো দেশে জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন। আগামী এক মাস এই রাষ্ট্রীয় জরুরি অবস্থা বহাল থাকবে। প্রয়োজনে এই জরুরি অবস্থা আরও এক মাস বাড়ানো হবে।
এর আগে কোনো নাগরিককে রাশিয়া না যাওয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাথে কোনো নাগরিককে রাশিয়া ভ্রমণে না যাওয়ার নির্দেশনা দিয়েছে কিয়েভ।
এদিকে যুদ্ধাবস্থা সামনে রেখে রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্স। এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা এই বাহিনীতে যোগ দিতে পারবে। আপাতত দুই লাখ মানুষকে এই বাহিনীতে নেয়া হবে।
আল জাজিরার প্রতিবেদন
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।