২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় ক্ষমতাসীনদের গালি, নির্যাতন থেকে মুক্তির দাবিতে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ, সদস্য রুবেল আকন্দ প্রমুখ।
নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী বলেন, নতুন প্রজন্ম খুবই সুক্ষ্মভাবে লক্ষ্য করছে- ছাত্র-যুব-জনতাকে কারা কষ্ট দিয়ে, দ্রব্যমূল্য বাড়িয়ে টাকা পাচার করছে, প্রতিটি পাচারকারীর তথ্য সংগ্রহ করছে তারা। যদি দেশকে খাদের কিণারে নিয়ে যাওয়ার পায়তারা করা হয়; নতুন প্রজন্মের প্রতিনিধিরা জনগণকে সাথে নিয়ে অতিতের পাচারকারী আর বর্তমান পাচারকারীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যাওয়া ২ দলের প্রতিটি রাঘব বোয়ালকে কঠিন গণধোলাই দিয়ে বুঝিয়ে দেবে এদেশের মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী।
সভা থেকে সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী কর্মসূচিতে মহানগর দক্ষিণের নেতা হুমায়ুন কবিরের ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেওয়ার তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়।
বার্তা প্রেরক
( সাবিনা নূর )
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি ।