শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
রাজধানীতে যানজট না থাকায় সাত সকালে মেলায় এসে নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছেন বই প্রেমিরা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টিয়েই সুন্দর সময় পার করেছেন তারা।
অমর একুশে বইমেলার প্রথম শুক্রবার আজ (১৮ ফেব্রুয়ারি)। ছুটির দিন হওয়ায় সকালে জমে উঠেছে দর্শনার্থীদের আনাগোনা। অন্য বছরের মতো এবার ছুটির দিনে নেই শিশুপ্রহর। তারপরও আজকে মেলায় শিশুদের আধিক্য দেখা যাচ্ছে।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৪১টি। এরমধ্যে বাংলা একাডেমি থেকে আনোয়ারা সৈয়দ হকের কিশোর জীবনীপ্রন্থ ‘ছোটদের বঙ্গমাতা’, জনপ্রিয় প্রকাশনী থেকে শ্যামসুন্দর শিকদারের কাব্যগ্রন্থ ‘যুদ্ধ আসে যুদ্ধ যায়’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের শিল্পকলা বিষয়ক গ্রন্থ ‘সবার জন্য নন্দনতত্ত্ব’, আনোয়ারা সৈয়দ হকের গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ ‘বঙ্গমাতা ও দুই কন্যার কথা’, কিংবদন্তী পাবলিকেশন থেকে ড. জালাল ফিরোজের গবেষণাগ্রন্থ ‘পার্লামেন্ট কীভাবে কাজ করে: বাংলাদেশের অভিজ্ঞতা’, বেহুলা বাংলা থেকে সোহরাব পাশার কাব্যগ্রন্থ ‘নিদ্রিত পাখির গান’, সপ্তবর্ণ থেকে মোহাম্মদ আব্দুল হালিমের ভ্রমণ বিষয়ক বই ‘সুদান মিশনে মুজিববর্ষ’ উল্লেখযোগ্য।
কয়েকজন প্রকাশক জানান, অন্যবারের তুলনায় মেলায় এবার জনসমাগম বেশ ভালো। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন। সংখ্যায় কম হলেও বই কিনছেন অনেকেই।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।