সোমবার রাতে প্যারিসের নিজেদের মাঠে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন পিএসজি।
মেসি-এমবাপের সফল পেনাল্টিতে শুরু করলেও শেষ হাসিটা হাসতে পারেনি পিএসজি। তৃতীয় পেনাল্টিতে মিস করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস। গোলরক্ষক মার্চিন বুকা তার শট ঠেকিয়ে দেন। অন্যদিকে, নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস।
নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। কিন্তু শেষতক মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স।
তাতেই ফরাসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির।