রবিবার চতুর্থ ম্যাচ শেষে রুট বলেন, ‘বাটলারের চোট নিয়ে আমাদের আরও কিছু মূল্যায়ন করতে হবে। তবে সে দেশে ফিরে যাচ্ছে। এই অ্যাশেজে সে আর খেলতে পারবে না। ওর চোট বেশ গুরুতর। ইনজুরি নিয়েই সিডনি টেস্ট খেলেছে বাটলার। সে দেখিয়েছে, ইংল্যান্ডের হয়ে খেলাটা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। ’
১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হোবার্ট টেস্ট। অ্যাডিলেডের পর ফের অ্যাশেজ দেখবে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। যদিও অ্যাশেজের পঞ্চম টেস্ট হওয়ার কথা ছিল পার্থে।