চ্যানেল আই সেরা কন্ঠে সেমিফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী

চ্যানেল আই সেরা কন্ঠে সেমিফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’-এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী।প্রতিযোগিতার শুরুতে ছিল দেশ- বিদেশের ৩৫ হাজার প্রতিযোগীর অংশ গ্রহন। এরই মধ্যে শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল পর্ব।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আই’তে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাঁকে ভোট করা যাবে।

৩৫ হাজার প্রতিযোগির মধ্যে সেমি ফাইনালে লড়ছেন ১৩ জন। আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আই’তে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাঁকে ভোট করা যাবে।

ফেরদৌসী কুড়িগ্রাম সদরের দরিদ্র অটোরিকশা চালক আ: কুদ্দুছ আলীর বড় মেয়ে। মা মজিরন বেগম গৃহিণী। সংগীত প্রেমী ফেরদৌসী গানে জড়িত ছিল শিশুকাল থেকে।

৭বছর বয়সে ব্র্যাক স্কুলের লেখাপড়ার সময়ে সংগীত চর্চা শুরু করেন। সেসময় স্কুল পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করে অনেকের মন জয় করেন।

মিষ্টি গানের ফেরদৌসী মূলত লোকসংগীত শিল্পি হলেও আধুনিক গান, পল্লীগীতি, ভাওয়াইয়া সহ সবধরনের গান পরিবেশনে ছিল পারদর্শী। কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে প্রথম প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন।

ফেরদৌসী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। একই সাথে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ফোক শিল্পীদের সাথে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করছেন।

বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিক এর লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। ফেরদৌসী বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতি গানের একজন তালিকাভুক্ত শিল্পী।

দরিদ্র পিতা মো. কুদ্দুস আলী ফেরদৌসী’র এ সাফল্যে অনেক খুশি ভরা মন তিনি বলেন, মেয়েকে এখন চ্যানেল আই এর মাধ্যমে দেশ-বিদেশের অনেক লোক চেনে। তাঁর অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে।

এটি আমাকে গর্বিত সার্থক করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাঁকে এসএমএস করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ।

ফেরদৌসী বলেন, আমার স্বপ্ন চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে।

সেই সাথে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানা ভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি স্বপ্ন অর্জন করতে পারবো।

ফেরদৌসী জানান, আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেই সাথে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও

রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানা ভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি স্বপ্ন অর্জন করতে পারবো।

ইনশাআল্লাহ কুড়িগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিকজনদের পক্ষ থেকে তৃণমূলের লোকগানের সংগীত শিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সর্বস্থরের জনগনকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *