চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে ভারত সরকারের দেয়া অনুদানের ২০টি রেল ইন্জিন লোকোমোটিভ আজ বিকালে বাংলাদেশে এসে পৌচেছে

চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে ভারত সরকারের দেয়া অনুদানের ২০টি রেল ইন্জিন লোকোমোটিভ মঙলবার বিকালে বাংলাদেশে এসে পৌচেছে।

মনিরুজ্জামান ধিরু চুয়াডাঙ্গা প্রতিনিধি: শীর্ষ নিউজ২৪.কম

ভারতের নিউ দিল্লী রেলভবন থেকে ঐদেশের রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের ঢাকা রেল ভবন থেকে রেল মন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন ভার্চুয়াল বৈঠক শেষে ভারতের গেদে থেকে বিকাল সাড়ে চারটায় ছেড়ে এসে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌছে।

এ সময় বাংলাদেশের রেল কর্মকর্তা, কর্মচারিরা ভারতীয় রেল কর্মকর্তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে দর্শনা স্টেশনের হলরুমে ভারতের নিউ দিল্লী রেল ভবনের ট্রাফিক ইন্সপেকটর অশোক কুমার বাংলাদেশের ঈশ্বরদি লোকোমোটিভ ইন্সপেকটর সারেক জামানের কাছে রেল ইন্জিন ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ। রেলওয়ের পশ্চিমান্চলের জি এম এ কে তালুকদার সহ চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারি পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান, দর্শনা পৌর মেয়র, দর্শনা থানার ওসি উপস্হিত ছিলেন।উলেলখ গত ২০২০ সালের দিকে ভারত সরকার অনুদান হিসেবে ১০ টি ডিজেল চালিত ব্রডগেজ রেল ইন্জিন দিয়েছিল যা রেলওয়ের পশ্চিমান্চল রুটে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *