চুয়াডাঙা খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহন করছেন এস পি আব্দুল্লাহ আল মামুন
চুযাডাঙা প্রতিনিধিঃ মনিরুজ্জামান ধীরুঃ শীর্ষ নিউজ ২৪.কম
মঙলবার দুপুরে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহন করছেন চুয়াডাঙা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন,সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা,এস আই শহিদুল বাসার ও এ এস আই রওশন আলি।
পুলিশ জানায় গত মে মাসে অপরাধ তদন্ত, পর্যবেক্ষন ও দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙা জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।পরে খুলনা ডি আই জি কনফারেন্স রুমে ডি আই জি জনাব মঈনুল হক বিপিএম( বার) মহদ্বয়ের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।
গত মার্চ মাসেও চুয়াডাঙা জেলা পুলিশ শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেন।এ সময় অতিরিক্ত ডি আইজি (প্রশাসন ও অর্থা) জনাব ইকবাল হোসেন অতিঃ ডি আইজি( ক্রাইম) জনাব নওরোজ হাসান তালুকদার ও খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারগন উপস্হিত ছিলেন।