চুয়াডাঙার দর্শনা সীমান্তে বিজিবি– চোরাচালানি ধস্তাধস্তি  ২ বিজিবি আহত,আটক -১

চুয়াডাঙার দর্শনা সীমান্তে বিজিবি– চোরাচালানি ধস্তাধস্তি  ২ বিজিবি আহত।।আটক -১।

চুয়াডাঙা প্রতিনিধিঃ শীর্ষনিউজ ২৪ ডটকম চুয়াডাঙার দর্শনার সুলতানপুর বিজিবির টহলদল চোরাচালানি মালামাল আটক করতে গিয়ে ও ধস্তাধস্তিতে দু জন বিজিবির সৈনিক আহত হয়েছে।।এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।দর্শনা সুলতানপুর ক্যাম্পের বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে টহলদল শুক্রবার বিকালে সীমান্তের নাস্তিপুর কবরস্হানের কাছে অবস্হান নেয়।
কিছুক্ষনপর  বিজিবি দেখে বেশ কয়েকজন ব্যাক্তি সীমান্তের দিকে পালানোর চেস্টা করলে বিজিবির টহলদলের সদস্যরা দৌড়ে তাদের ৩/৪ জনকে জাপটে ধরে।
এ সময় চোরাকারবারিরা বিজিবি নায়েক আঃ হাকিম ও সৈনিক মেহেদি হাসানকে আঘাত করে পালিয়ে যায়।ঐদিন রাতে নাস্তিপুর গ্রামের আঃ বাতেন এর ছেলে নবিউল হক (৩৫)কে বিজিবি আটক করে দর্শনা থানায় সোপর্দ করেন।
শনিবার সুরতানপুর ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল আহম্মেদ বাদি হয়ে ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।দর্শনা থানার ওসি মো ফেরদৌস ওয়াহেদ জানান মামলা হয়েছে, আসামি আটকের জোর চেস্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙার দর্শনা সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণেরবার সহ একজন আটক

চুয়াডাঙার দর্শনা সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণেরবার সহ একজন আটক।

মনিরুজ্জামান চুয়াডাঙা প্রতিনিধি: শীর্ষনিউজ ২৪ ডটকম

শনিবার সকালের দিকে চুয়াডাঙার দর্শনা সুলতানপুর বিজিবি টহলদল স্হানীয় সীমান্তবর্তী এলাকা থেকে ১১ টি স্বর্নেরবার সহ একজনকে আটক করেছে।

বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন বেলা ১১টার দিকে বিজিবি ঝাঝাডাঙা গ্রামের রাস্তায় টহল দেয়।এ সময় বিজিবি দেখে একজন ব্যাক্তি পার্শ্বরাস্তা দিয়ে সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেস্টা করলে বিজিবি তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে ১১টি স্বর্নেরবার ও একটি মোবাইল সহ দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলির ছেলে তরিকুল আলম (৩০)কে আটক করে।

বিজিবির টহল কমান্ডার রবিউল ইসলাম জানান আটক স্বর্ন বারের বাজার মুল্য প্রায় ৭০ লাখ টাকা।চুয়াডাঙা বিজিবির -৬ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান মামলা পুর্বক আটক আসামীকে দর্শনা থানায় ও উদ্ধারকৃত স্বর্ন চুযাডাঙা ট্রেজারিতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙার দর্শনা সীমান্তে বিজিবি–বি এস এফ পতাকা বৈঠক এক ভারতীয় ফেরত

চুয়াডাঙার দর্শনা সীমান্তে বিজিবি–বি এস এফ পতাকা বৈঠক এক ভারতীয় ফেরত।

চুয়াডাঙা প্রতিনিধি মনিরুজ্জামান ধিরু: শীর্ষ নিউজ টোয়েন্টিফোর
আজ বৃহস্পতিবার দুপুরে দর্শনা সীমান্তে বিজিবি– বি এস এফ পতাকা বৈঠকের পর এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
দর্শনা ইমিগ্রেশন ওসি মোঃ নাইম আহম্মেদ জানান ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার সরকার গ্রামের ইসমাইল শেখের ছেলে আরাফাত শেখ (২৮) অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ জেল হাজতে পাঠায়।
অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে সাজার মেয়াদ শেষে ঐদিন বেলা দেড়টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে পতাকা বৈঠক হয়। পরে দু দেশের থানা পুলিশ এবং চেকপোস্ট বিজিবি কমান্ডার আঃ জলিল ও বি এস এফের গেদে ক্যাম্প কমান্ডার শ্রী মহেষ পোদ্দার এর কাছে  আরাফাত শেখকে হস্তান্তর করেন।
পরে বি এস এফ পরিবারের কাছে আরাফাতকে  হস্তান্তর করেন।।এদিকে পুলিশ সাংবাদিকদের জানান ভালবাসার টানে আরাফাত বাংলাদেশে আসে,কিন্ত বিধিবাম,,প্রেমিকা তাকে সেইফ করতে না পারায় বে-রশিক পুলিশ জেল হাজতে পাঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *