চুয়াডাঙার দর্শনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে সমাবেশ- মানববন্ধন।
চুয়াডাঙা প্রতিনিধি মনিরুজ্জামান:শীর্ষ নিউজ ২৪ডটকম
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও আসামীর ফাঁসির দাবিতে গতকাল রোববার সকাল ১০ টায় চুয়াডাঙা জেলার সাংবাদিকরা সীমান্ত শহর দর্শনায় সমাবেশ ও মানব বন্ধন করেন।দর্শনা -মুজিবনগর সড়কের বটতলা নামক স্হানে ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে
প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান সেলিম,জীবননগর প্রেসক্লাবের সহ সভাপতি নারায়ন ভৌমিক,দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু,আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল,সাধারন সম্পাদক আহসান হাবি্ব মামিন,উদিচির জেলা কমিটির সেক্রেটারি জহির রাইহান,সিডিএল পরিচালক আঃ সুফিয়ান সহ জেলা ও উপজেলার সাংবাদিক নেতাগন।।
উল্লেখ্য গত বুধবার টেলিভিশন সাংবাদিক নাদিম কাজ শেষে জেলার বকসিগন্জ বাজারে পৌছিলে স্হানীয় চেয়ারম্যান ও তার লোকজন পিটিয়ে আহত করেন।হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।