চুয়াডাঙায় জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশকের মানববন্ধন ও সংবাদ সম্মেলন।
চুয়াডাঙা প্রতিনিধি মনিরুজ্জামান ধিরু:শীর্ষনিউজ ২৪.কম
শনিবার দুপুরে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ ও একটি ইংরেজি দৈনিকের সম্পাদক প্রকাশক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সেন্ট্রাল সাব কমিটির মেম্বর এবং চুয়াডাঙা -২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা প্রথমে চুয়াডাঙা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও পরে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানান আমার জন্মভুমি কুড়ালগাছি গ্রাম একটি আদর্শ গ্রাম।যেখানে দেশ সেরা একটি আদর্শ কৃষক সমবায় সমিতি রয়েছে, যে সমিতি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছে,একটি বড় রাইসাবিল আছে যেখান প্রতিবছর কোটি টাকার মাছ বিক্রি হয়।
গ্রামটি জাতীর জনক বঙবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শে বিশ্বাসী এবং লেখা পড়া খেলা ধুলা ও সাংস্কৃতিতে সচেতন।তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমি যখন সেই গ্রামটিই না,পুরো চুয়াডাঙা-২ নির্বাচনি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে রেখে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলছি,ঠিক তখনিই একই গ্রামের একটি রাজাকার পরিবার, কতিপয় চোরাচালানি, কথিত চাঁদাবাজ শিমুল রাজা ও তার দোসররা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে,যা ডাহা মিথ্যা।
গত বৃহস্পতিবার চুয়াডাঙার দর্শনা প্রেসক্লাবের সামনে আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্য এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার নস্ট করতে আমাকে কখনো অপহরনকারি, চাদাবাজি খুনি দাঙাবাজ বানানোর জন্য মানববন্ধন করা হচ্ছে।
তিনি বলেন ২০২১ সালে কুড়ালগাছি ইউপি নির্বাচনে গ্রামের এক পাতি নেতা কাফিউদ্দিন টুটুল বিপুল ভোটে হেরে গেলে সেখানেও আমাকে দোষারোপ করা হয়েছে।এমনকি আমার নামে (হাশেম রেজার) বেশ কয়েকটি মিথ্যা মামলা পর্যন্ত দেয়া হয়।সব মামলা খারিজ হয়েছে।
এ ধরনের অভিযোগ মিথা বিষয়গুলো পুলিশ সুপারকে তদন্ত করে দেখার আহবান জানান। তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন এ ধরনের অবস্হা চলতে থাকলে যে কোন সময় আইন শৃখংলার অবনতি হতে পারে।তার জন্য তারাই দায়ি থাকবে।