২০২০ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হয়েছিলেন গিবসন।
এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এ সাবেক ক্রিকেটার।
চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তি শেষ হবে পেস বোলিং কোচ ওটিস গিবসনের দুই বছরের চুক্তি শেষ হলে নতুন করে বাংলাদেশের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না গিবসন।
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের কোচিং প্যানেলে যোগ দেবেন সাবেক এ ক্যারিবীয় পেসার।