চিলমারীতে জাতীয় পার্টির পকেট কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের মানববন্ধন
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম:
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা জাতীয় পার্টির পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় পার্টির পদ বঞ্চিত ত্যাগী নেতা কর্মীরা।
শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মাটি কাটা পাম্পের মোড়ে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
চিলমারী উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান,জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, উপজেলা যুব সংহতির কার্যকরী সদস্য চাঁদ মিয়া, জামিদুল ইসলাম, সাজু মিয়া,মোঃ আমিনুল ইসলাম, আবুল কালাম,মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা সম্প্রতি চিলমারী উপজেলা জাতীয় পার্টির পকেট কমিটির অনুমোদন দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে পকেট কমিটি বাতিলের দাবি জানিয়ে ত্যাগী নেতারা বলেন,গত পাঁচ বছর ধরে চিলমারী উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত, সকল কর্মকাণ্ড স্থগিত। সেখানে আহবায়ক কমিটি না দিয়ে পূর্ণাঙ্গ কমিটি দেয়া সম্পূর্ণ অবৈধ।
সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা কমিটির নেতা নির্বাচন করা হয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। সম্মেলন কিংবা কর্মীসভা পর্যন্ত না ডেকে নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে কমিটি করেছেন উপজেলার কতিপয় নেতা। আর সেই কমিটির অনুমোদন দেওয়া কতটুকু বৈধতা আছে?
জাতীয় পার্টির রাজনীতিকে ধ্বংস করতে পরিবারের সদস্যদের দিয়ে কমিটি করা হয়েছে দাবি করে নেতারা আরও বলেন, ‘বিতর্কিত ওই কমিটি মানি না। আমরা মানবনা। এই অবৈধ কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা।