চিত্রনায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা, যে কোনো সময় গ্রেফতার।
শ্রীপুর (গাজীপুর) থেকে আব্দুস সালাম রানা।
গাজীপুরে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে পুলিশের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
এছাড়াও মারধর, ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা করেন এক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, এ মামলায় যে কোন সময় গ্রেফতার হতে পারেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকার।
১৭ মার্চ শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর বাসন থানায় এ দুটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।
শোরুম ভাঙচুরকে কেন্দ্র করে গাজীপুর মহানগর পুলিশের কমিশনারের বিরুদ্ধে দেড় কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেন ফেইসবুক লাইভে রকিব সরকার ও মাহিয়া মাহি।
এ অভিযোগ আনার পরেই মামলা করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। মারধর, ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগে জনৈক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন।
১৮ মার্চ শনিবার দেশে ফিরে বিকাল ৫টায় গাজীপুর শহরের সনিরাজ গাড়ীর শোরুমে সংবাদ সম্মেলন করবেন এমনটি জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেসবুকে স্ট্যাটাসে।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শো রুমের জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুস সালাম রানা, গাজীপুর।