চিএনায়িকা শাবনুর এখন সবজি চাষ করছেন
শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ
ঢাকাই ছবির সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে, দর্শক শুধু তাকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান।
দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশিদিন থাকেন না।
অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।
ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শাবনূর। ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই নিজের সরব উপস্থিতির জানান দেন নায়িকা। সম্প্রতি নতুন ব্যস্ততার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সিডনিতে বাড়ির আঙিনায় বিশাল সবজির বাগান করেছেন তিনি।
সেখানে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, শিম, বেগুনসহ প্রায় সব ধরনের সবজি চাষ করছেন। গেল ১৬ ফেব্রুয়ারি ফেসবুক পেজে নিজের সবজি বাগানের লাউ আর মিষ্টি কুমড়া হাতে দুটি ছবি পোস্ট করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন- সিডনিতে আমার বাগানের লাউ ও মিষ্টি কুমড়া।
এদিকে গেলো ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে সবশেষ ভিডিও আপলোড করেছেন শাবনূর।
সেখানে তিনি বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। নিশ্চয় সবাই খুব ভালো আছো? পৃথিবীতে যত বাবা-মা আছে তাদেরকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’