গ্যাস-বিদ্যুৎ-তেল-পানির দাম বাড়ালেই ‘জুতা পেটা’ কর্মসূচি
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গণ বিরোধী যে কোন সিদ্ধান্ত থেকে মন্ত্রী-সচিব-এমপি-আমলারা সরে না আসলে, গ্যাস-বিদ্যুৎ-তেল-পানির দাম বাড়ালেই ‘জুতা পেটা’ কর্মসূচি ঘোষণা করা হবে। ২২ মার্চ সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীর নতুনধারায় যোগ দান উপলক্ষে আয়োজিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
প্রমাণিত-চিহ্নিত কোন অপরাধী-দুর্নীদিবাজকে সরাসরি দেখলেই ‘জুতা পেটা’ কর্মসূচির আওয়তায় এনে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনের সিদ্ধান্তে এগিয়ে যাবেন নতুনধারার রাজনীতিকগণ।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ। এসময় লক্ষ্মীপুর, কুমিল্লা, রাজশাহী, পটুয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী নতুনধারায় আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পুরন করে যোগ দেন।