গোবিন্দগঞ্জে দাবদাহ থেকে বাঁচতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
মতিন মোহাম্মাদ |গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ শীর্ষ নিউজ২৪
আজ শুক্রবার(২ জুন,২৩) গাইবান্ধা জেলায় প্রচণ্ড গরমে স্বস্তি পেতে করোতোয়া নদীতে গোসল করতে নেমে জিল্লুল মিয়া (১০) নামের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। জিল্লুল মিয়া বাগদা বাজার মিশন রোড এলাকার জহুরুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, শুক্রবার দুপুরের দিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে জিল্লুলসহ ৫ শিশু স্থানীয় পলুপাড়া এলাকার করতোয়া নদীতে গোসল করতে নামে। ওই সময় সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট একটি বড় গর্তে পড়ে যায় শিশুরা।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একে চার শিশুকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে শিশু জিল্লুল। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে না পেরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। বিকেল সাড়ে ৪টার পরে পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।