গাজীপুর থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার
রংপুর প্রতিনিধিঃ ইমরান কবির
গাজীপুর থেকে অপহৃত তিন বছর বয়সী এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চৌধুরী মিলনকে (৩১) গ্রেফতার করেন তারা।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে রংপুর মেট্রোপলিটন থানাধীন টেনিস ক্লাব মাঠ থেকে অপহৃত শিশু আরাফাতকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন থানা কুনিয়া তালগাছ টেকপাড়া এলাকার সিফাত ইসলামের বাড়ির ভাড়াটিয়া সামিদুল ইসলামের ছেলে আরাফাত হোসেনকে শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাড়ির সামনে থেকে অপহরণ করে রংপুরে নেয়া হয়।
পরে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ ঘটনায় শিশুটির পিতা গাজীপুর মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চৌধুরী মিলনকেও গ্রেফতার করে পুলিশ।
মিলন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার বেনুপাড়ার আব্দুর রউফের ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই তথ্যপ্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
অপহরণকারীকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।