গাজীপুরে শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
আব্দুস সালাম রানা,নির্বাহী সম্পাদক: শীর্ষ নিউজ ২৪ ডটকম
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯(এপ্রিল) শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন– শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মো: সামসুল আলম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) কে.এম সোহেল রানা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি একাত্তর টেলিভিশন এর শ্রীপুর প্রতিনিধি ও শীর্ষনিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক আব্দুস সালাম রানা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
দৈনিক গণমুখ পত্রিকা মো: শফিকুল ইসলাম মাস্টার, সিনিয়র সহ– সভাপতি মোতাহার হোসেন, দৈনিক সমকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মো: শাহীন আকন্দ, দৈনিক আকজের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা,
দৈনিক সরেজমিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি জোনায়েত আকন্দ, দৈনিক নবরাজ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মো: কবির সরকার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আবু সাইদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মোশারফ হোসেন তজু, সাংবাদিক রতন প্রধান, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বিপু, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে শ্রীপুর প্রেসক্লাবের প্রায়ত সাংবাদিক সাঈদ ইশতিয়াক হোসেন মিঠু, মো: নজরুল ইসলাম ও মো: আকতার হোসেন এর রুহের আত্নার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হাফেজ আ: আজিজ। পরে ইফতার পরিবেশন করা হয়।