গাজীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেফতার।

গাজীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেফতার।

আব্দুস সালাম রানা, নির্বাহী সম্পাদক: শীর্ষ নিউজ ২৪ডটকম

গাজীপুরের শ্রীপুরে মানবতা বিরোধী অপরাধ মামলায় যুদ্ধাপরাধী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলিম উদ্দিনকে (৮৫) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। রবিবার (০৭ মে) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের পসবেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আলিম উদ্দিন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে। সে শুক্রবার (০৬ মে) বিকেলে ওই গ্রামে তার মেয়ের বাড়ীতে বেড়াতে আসে।

এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর মো: ফজলে রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পুলিশ গোপন সংবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুরের কাওরাইদে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে শ্রীপুর উপজেলার কাওরাইদের বেলদিয়া গ্রামের তার মেয়ের বাড়ীতে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।

ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো। পলাতক থাকা অবস্থায় সে বিভিন্ন এলাকায় থাকতো। গ্রেফতারের পর পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট তাকে ঢাকায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *