গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

আব্দুস সালাম রানা, নির্বাহী সম্পাদক: শীর্ষ নিউজ২৪ডটকম

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে “তামাক নয় খাদ্য ফলান” এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৩১ মে বেলা এগারোটাই উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও সমাজ ও মানব উন্নয়ন সংস্থা (সমাস) ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক

শিক্ষার্থীর ও জন প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় বাঁশ বাড়ি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবর। তিনি বলেন, তামাক মারাত্মক এক মরণব্যাধি যা, সেবনে যেকোনো বয়সের মানুষের মৃত্যু ঘটতে পারে।

তামাক এবং মাদক মানুষকে পরিবার থেকে দূরে ঠেলে দেয়। তিনি আরও বলেন, আমি জীবনে এক দিনেও বিড়ি, তামাকসহ কোন মাদকদ্রব্য সেবন করিনি। ফলে এখনো আমার ফুসফুস ও হার্টে কোন প্রকার সমস্যা দেখা দেয়নি।

এখানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে সমগ্র ইউপিতে যত বিদ্যালয় রয়েছে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অভিভাবকদের আহ্বান করছি আপনারা সকলে আপনাদের এবং আমাদের সন্তানেরা যেন কোন প্রকার তামাক ও মাদক গ্রহণে আসক্ত হতে না পারে সেদিকে সদা সর্বসময়ে সজাগ থাকবেন।

এ সময় তিনি আরো বলেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের এলাকায় আপনাদের মহল্লায় যারা মাদক সেবন ও ব্যবসা করে তাদেরকে ধরিয়ে দিবেন আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। সমাজ উন্নয়ন ও সংস্কার মূলক সংস্থা সমাস এর পরিচালক এবং বাশবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সানোয়ার উদ্দিন তামাক সেবনের সুফল/কুফল, স্বাস্থ্যঝুকি নিয়ে আলোচনা করেন এবং তামাক ও

তামাক দ্রব্য সেবনে বিভিন্ন বয়সের লোকজনের ব্যবসার নানান ধরনের জটিলতা ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান। তাই কেউ যেন নতুন করে ধূমপানে আসক্ত না হন এবং ধূমপান ত্যাগ করেন এ আহ্বান জানান সকলের প্রতি।

তিনি সকল তামাক উৎপাদনকারীদের উদ্দেশ্য করে বলেন,তামাক চাষ বন্ধ করে বেশি করে ফল-মূল, শাক-সবজি উৎপাদনের উপর জোর দিতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাজীপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান বাচ্চু,২ নং ওয়ার্ডের সদস্য মোঃ ইয়ার মাহমুদ,

সংরক্ষিত মহিলা সদস্য মিনারা নাজমুল,১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ নজরুল ইসলাম, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম বিএসসি, আলহাজ্ব হাফেজ মোঃ আবু নাসের, নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ল্যাব

সহকারী মোঃ রুহুল আমিন, বাঁশ বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ খোরশেদ আলম, গাজীপুর নব জাগরণ যুব উন্নয়ন ছাত্র সংঘের সাবেক সভাপতি মোঃ রহিম ফকির, গাজীপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম মাষ্টার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *