গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে হাইওয়ে পুলিশ
আব্দুস সালাম রানা, নির্বাহী সম্পাদক শীর্ষনিউজ ২৪ ডটকম,
গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ দিনের দখল ফুটপাত ও লোকাল লেনে বসা দোকান পাট এবং অন্যান্য ব্যাবসায়ীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে পুলিশ। এ সময় প্রায় এক কিলোমিটারের মধ্যে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনাসহ ভাসমান দোকান উচ্ছেদ করে মহা সড়কের লোকাল লেন দখল মুক্ত করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর)সকাল সাড়ে এগারোটা থেকে একটা পর্য়ন্ত মাওনা চৌরাস্তায় বাস-স্ট্যান্ড এলাকায় মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পথচারীরা জানায়, অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের জন্য রাস্তা দিয়ে ঠিকমত চলাচল করেত পারতেন না। এখন চলাচল করতে তাদের অনেক সুবিধা হচ্ছে৷ তারা আশা করেন অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজটও কম হবে। তবে এ অবস্থায় কতক্ষণ থাকবে সেটি দেখার বিষয় বলেও জানান তারা।পরবর্তীতে হাইওয়ে পুলিশের ভূমিকা কেমন হবে তাও দেখার বিষয়।
এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন বলেন, শুধু হাইওয়ে থানা পুলিশের পক্ষে এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। তাই হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। কিন্তু স্থানীয় মার্কেট মালিক, জনপ্রতিনিধিগণ ও নেতারা যদি সচেতন না হয়,তাহলে এ অভিযান কাজে আসবে না। তাই তাদের সচেতন হতে হবে।এই রকম অভিযান চলমান থাকবে।