গাজীপুরের টঙ্গীতে ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর ইন্তেকাল

গাজীপুরের টঙ্গীতে ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর ইন্তেকাল।

আব্দুস সালাম রানা, নির্বাহী সম্পাদক:শীর্ষনিউজ ২৪ ডটকম

গাজীপুর জেলার টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরী (৮২) আর নেই। তিনি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে প্রথম নামাজের জানাজার অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার, দক্ষিণ তারালীয়া মুন্সি বাড়িতে ২য় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, এড. আজমত উল্লা খান, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মো. মনিরুজ্জামান,

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *