গাজীপুরের কালীগঞ্জে অসহায়ের মাঝে পুনাক’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
আব্দুস সালাম রানা নির্বাহী সম্পাদক শীর্ষ নিউজ ২৪.কম
গাজীপুর জেলার কালীগঞ্জ ও কাপাসিয়া থানার দুইশত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও জেলার কালীগঞ্জ-কাপাসিয়া পুলিশ সার্কেল এর যৌথ উদ্যোগে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি/লুঙ্গি, দুই প্রকার সেমাই, চিনি, দুধ, চাল, ডাল, নুডলস, চিড়া, আলু ইত্যাদি বিতরণ করা হয়।
গাজীপুর জেলার পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে ও কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার।
এসময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া থানার অফিসার্স ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ সাব্বির রহমান, উপ পরিদর্শক মোঃ মশিউর রহমান খান সহ কালীগঞ্জ কাপাসিয়া থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।