গাঁজাসহ হানিফ পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজার আটক

রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ হানিফ পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজার আটক ।

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক, শীর্ষ নিউজ২৪.কম

রংপুরের কাউনিয়া থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ হানিফ পরিবহনের ড্রাইভার তাজুল ইসলাম (৫০) ও সুপারভাইজার শহিদুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করেছে।

আজ (১৯আগষ্ট) শনিবার ভোর ৫টার দিকে উপজেলার নিজপাড়া নামক স্হানে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূএে জানাযায়, রংপুরের কাউনিয়া থানা পুলিশের একটি টিম নিজপাড়া নামক স্হানে সরকার গ্লাস এন্ড থাই এলুমিনিয়াম দোকানের সামনে আগে থেকেই অপেক্ষা করছিল। এসময় ঢাকাগামী যাএীবাহী হানিফ পরিবহন যার রেজিঃ নং ঢাকা মেট্রো- ব ১৩-২৭০৬ গাড়ির গতিরোধ করে তল্লাসী চালায় এসময়

ড্রাইভারের পাশে থাকা দুইটি স্কুল ব্যাগের ভিতরে পলিথিন দিয়ে মোড়ানো ১৫ কেজি গাঁজা সহ গাড়ির ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করা হয়। আটককৃতদের দুইটি মোবাইল ফোন ড্রাইভিং লাইসেন্স ও হানিফ এন্টারপ্রাইজ এর পরিচয় পএ জব্দ করা হয়।

আটক দুইজন হলো, নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাংটি হাজিপাড়ার মৃত্যু আরব আলীর পুএ তাজুল ইসলাম ড্রাইভার (৫০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নিলুর খামার গ্রামের মৃত্যু শাহজাহান আলীর পুএ শহিদুল ইসলাম সুপারভাইজার (৫০)।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *