গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাবে ২৬ হাজার হত দরিদ্র পরিবার
রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়
আগামী রমজান মাস থেকে হতদরিদ্রদের মাঝে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমানসহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান, উপজেলার প্রায় ২৬ হাজার তালিকাভুক্ত হত দরিদ্র আগামী রমজান মাস থেকে সরকারি মূল্যে টিসিবির পণ্য পাবে।
এজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে দ্রুত তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকাভুক্তরা সরকারি মূল্যে পেঁয়াজ, মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও ছোলা পাবে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।