গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু
রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের পিছনে ডালায় আঘাত পেয়ে মোক্তারুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে উপজেলার গঙ্গাচড়া বাজারের কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোক্তারুল ইসলাম লহ্মীটারী ইউনিয়নের চর শংকরদহ এলাকার চাঁদ মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাক চালক বাবুল ইসলাম বাবুকে (২৭) আটক করে স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেলে মোক্তারুল বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে বাইসাইকেলে করে তার ছোট বোনের বাড়ি গঙ্গাচড়া সদরে মুন্সিপাড়া এলাকায় আসে। দুধ দিয়ে বাড়ি ফেরার পথে গঙ্গাচড়া কেন্দ্রীয় কবর স্থানের সামেন একটির ট্রাকের ডালায় আঘাত পেয়ে সাইকেল থেকে পরে ঘটনাস্থলে মারা যান। জানা গেছে, ট্রাকটি ঢাকার চান্দুরা ওয়াল্টন কোম্পানি থেকে গঙ্গাচড়া বাজারের ওয়াল্টন প্লাজায় ফ্রিজ দেওয়ার জন্য আসে এবং ফ্রিজ নামিয়ে দিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।