খুলনাতে আগামী মঙ্গলবার রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ থাকবে

খুলনাতে আগামী মঙ্গলবার রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ থাকবে।

 

শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম

 

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমক্রিন ও করোনার সংক্রমণ বিস্তার রোধে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮ টার পরে খুলনা নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এ সময়সীমা প্রযোজ্য হবে না।

 

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ কথা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সকলে স্বাস্থ্য বিধি মানলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকবে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে চলছে করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তার। যার ফলে আমরাও স্বাস্থ্য ঝুঁকিতে আছি।

 

ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আগেই আমাদের প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।তিনি আরও জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পরে নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না।

 

তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়ত এ নিয়মের বাইরে থাকবে।সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে খুলনা জেলায় করোনা শনাক্ত হওয়া একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

 

গত বছরের ডিসেম্বরে খুলনা জেলায় করনায় কেউ মারা যায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *