শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
খুলছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, ২২ ফেব্রুয়ারিই
দুই ডোজ টিকা নেওয়া থাকলে সশরীরে ক্লাস করতে পারবে এমন শর্ত দিয়ে আগামী ২২ তারিখে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠিান। তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো শর্ত নেই।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক করার পর সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানান, ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস করতে পারবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেলা ১১টায় মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে তিনি আরও জানান, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে থেকেও ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ আসে। তবে দুই ডোজ টিকা নেওয়া না থাকলে কোন শিক্ষক বা শিক্ষার্থী সশরীরে ক্লাস করতে পারবে না।
তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।