খাগড়াছড়ির আলুটিলা রিচাং ঝর্ণা এলাকা থেকে ২ জনের লাশ উদ্ধার

খাগড়াছড়ির আলুটিলা রিচাং ঝর্ণা এলাকা থেকে ২ জনের লাশ উদ্ধার

মো:হালিম শেখ, বিশেষ প্রতিনিধি: শ

খাগড়াছড়ি জেলা মাটিরাঙা উপজেলা আলুটিলা রিচাং ঝর্ণা নামক স্থান থেকে গত ২৮ জুলাই ২০২৩ তারিখে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। নিহতদের পরিচয় একজন

খাগড়াছড়ি সদরস্থ পানখাইয়া মধুপুর এলাকার বাসিন্দা রজনীকান্ত চাকমা’র ছেলে আলোপন চাকমা (৪৭) ও
খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা পাবলাখালী ইউনিয়নের কৃপাপুর গ্রামের বাসিন্দা জ্ঞানময় চাকমা’র ছেলে প্রীতিময় চকমা (৪৬)।

স্থানীয় সুত্রে জানা গেছে, ২৮ জুলাই রোববার ভোরে এলাকার আশাপাশে জুম চাষীরা ভেতরের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পাশাপাশি দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ হত্যাকান্ড কে বা কারা করেছে সঠিক তথ্য পাওয়া যায়নি বিষয়টি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *