বিশ্বজুড়ে নিউজ ডেস্ক :
শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম
জাতিসংঘে চীনা দূত ঝাং জুন বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকে সমস্যার সমাধান চায়, এটা আমরা বুঝতে পারছি। তবে এটাও ঠিক, সমস্যা সমাধানের চাবি যুক্তরাষ্ট্রের কাছেই। তারা যদি এ বিষয়ে অগ্রগতি চায় তাহলে তাদের আরো দায়িত্বশীল ও নমনীয় আচরণ করতে হবে।
একের পর এক বিধ্বংসী আচরণের পরও উত্তর কোরিয়ার পক্ষে সাফাই গাওয়ায় চীনের তুমুল সমালোচনা করেছে বাইডেন প্রশাসন। একইসঙ্গে চীনের এ ধরনের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিয়ে চীন ও রাশিয়া দেশটির ‘বাজে আচরণকে পুরস্কৃত করছে বলেও অভিযোগ ওয়াশিংটনের।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আগে থেকেই ক্ষেপে আছে যুক্তরাষ্ট্র। এবার সেই ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে উত্তেজনা বাড়লো আমেরিকার। এমনই এক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেই আহবানে সায় দিয়েছে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রও।
তবে পিয়ংইয়ংয়ের সঙ্গে কঠোর না হতে ওয়াশিংটনকে হুশিয়ারি দিয়েছে বেইজিং। আর বাইডেন প্রশাসন বলছে, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে বলে দেশটির বাজে আচরণকে পুরস্কৃত করছে চীন ও রাশিয়া।
চীন-রাশিয়াকে পাশে পাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও দিন দিন আরো আগ্রাসী হয়ে উঠছে উত্তর কোরিয়া। এক মাসে ছোট বড় সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাই বলে দেয় কোনো নিষেধাজ্ঞাতেও দমছে না তারা।
সবশেষ গেল সপ্তাহে জাগাং প্রদেশ থেকে ছোঁড়া সবচেয়ে বেশি দূরত্বের হোয়াসং টুয়েলভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালায় উত্তর কোরিয়া। আর তাতেই নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। কেননা অত্যাধুনিক ওই ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে আঘাত হানতে সক্ষম।
এ অবস্থায় জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে দেশটির উত্তর কোরিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।
বৈঠকে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু কার্যক্রম স্থগিত রাখতে উত্তর কোরিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে তা ভঙ্গ হয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়াকে দমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলে দেশগুলি।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।