ক্রাইস্ট চার্চ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাচ্ছে নিউজিল্যান্ড।
টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কিউইরা
দুই ওপেনারের দাপুটে শুরুতে শুরুতে বড় সংগ্রহের আভাস দিচ্ছে স্বাগতিকরা। ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৪৮ রান।
গ্রোইন ইনজুরিতে ম্যাচের আগ মুহুর্তে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।ওর পরিবর্তে নেয়া হয়েছে নুরুল হাসান সোহান। আর জয়ের পরিবর্তে দেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে নাঈম শেখের।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে খেলেছে দুই কিউই ওপেনার। টন লাথাম আর উইল ইয়াংকে কোন প্রকার সমস্যায় ফেলতে পারেনি টাইগার পেসাররা। ১৫ ওভারে দলীয় ৫০ হয়েছে নিউজিল্যান্ডের। দুই ওপেনার ল্যাথাম আর উইল ইয়াং সহজেই তুলে নিয়েছেন ব্যাক্তিগত ফিফটিও।