কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ৯ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। লম্বা সময়ের ভ্রমণ শেষে ১০ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছে টাইগাররা।

 

নিউজিল্যান্ড পৌঁছে অবশ্য আইসোলেশনে প্রবেশ করেছে দলের সবাই। শুক্রবার থেকে সাত দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। এই সময়ে তিনবার হবে কোভিড টেস্ট। সবগুলো পরীক্ষার টেস্ট নেগেটিভ আসলে অনুমতি মিলবে অনুশীলনের।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া ভিডিও বার্তায় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ জানান, “আল্লাহ’র রহমতে ঢাকা থেকে আমরা নিউজিল্যান্ড এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ভ্রমণ ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সবাই সুস্থমতো পৌঁছে গেছি। এখন সাতদিন রুম কোয়ারেন্টিন হবে। যদিও বিষয়টা বেশ কঠিন তবে দেশের জন্য সব করতে আমরা প্রস্তুত। আশা করি সামনের দিনগুলাও ভালো কাটবে। সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।”

 

আগামী ১৭ ডিসেম্বর কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। তবে প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৯ জানুয়ারি থেকে শুরু হবে ক্রাইস্টচার্চে।

 

বাংলাদেশ দল: মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বী, মুশফিকুর রহিম, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *