কোভিডের টিকাদান চলবে রোজার মধ্যেও : স্বাস্থ্যমন্ত্রী
শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘গণটিকা কার্যক্রম আমরা আরও তিন দিন বৃদ্ধি করতে চাচ্ছি। যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা যাতে নিতে পারেন। এ ছাড়া রোজার মধ্যেও আমাদের টিকাদান কার্যক্রম চলমান থাকবে। যেখানে আমাদের ফিক্সড সেন্টার আছে, সেখানে আপনারা টিকা নিতে পারবেন।’
রোজার মধ্যেও কোভিডের টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাছাড়া চলমান গণটিকা কার্যক্রমের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে আজ (বৃহষ্পতিবার) এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।