শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
কেমন বাগমারা দেখতে চাই! কি ভাবছে বাগমারা তরুণ প্রজন্ম!
রাজশাহী বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ বুলবুল আহম্মেদ।
কিভাবে নিজেদেরকে গড়তে চাই! কিভাবে আগামী প্রজন্মকে গড়ে তুলতে চাই! আমরা কি করছি!
উত্তরবঙ্গ রাজশাহীর এক গৌরব গাঁথা স্থান হচ্ছে বাগমারা উপজেলা। বাগমারা উপজেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ঐতিহাসিক স্থানের মধ্যে তাহেরপুর এবং বীরকুৎসা উল্লেখযোগ্য। বাগমারা উপজেলাটি রাজশাহী শহর হতে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। পৌরসভা দুটি হচ্ছে তাহেরপুর ও ভবানীগঞ্জ। এটি জাতীয় সংসদের রাজশাহী চার আসন নামে পরিচিত।
প্রতিনিয়তই ঘটছে আমাদের চোখের সামনে এমন নিত্যদিনের সামগ্রিক ঘটনাগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে পারে আমাদের এই সমাজকে, এ-দেশ কে, এবং এদের মানুষ কে, আমরা চাইলে-ই পারি, আমাদের উপজেলা কে তুলে ধরতে আগামী বিশ্বের কাছে, একটু ভিন্ন আঙ্গিকে নিজেদেরকে শ্রেষ্ঠত্বের মহীসোপানে লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে।
আসুন না আমরা নিজেদেরকে পরিবর্তন করি, একটু নতুনভাবে ঢেলে সাজা-ই, এমন ভাবনা থেকেই আসছে নতুন আঙ্গিকে নতুন কিছু চমক নিয়ে একটি জনপ্রিয় মাধ্যম।।
খুব শীঘ্রই দেখা হবে রাস্তায়-পথে, ঘাটে, মাঠে যেখানে যে অবস্থায়। আমরা পৌছে দিব আপনার কথা, এই প্রজন্মের সাফল্যের কথা, এ সমাজের কথা, তথা আমাদের উপজেলার কথা।
বাগমারা শীষ নিউজ টোয়েন্টিফোর যা কাজ করবে আপনার জন্য এবং আপনার এলাকার জন্য, আমরা তুলে ধরতে চাই একদম গ্রামীণ জনপদের খবরা-খবর থেকে শুরু করে শহর, পৌরসভা, ইউনিয়ন অর্থাৎ সকল পর্যায়ে প্রাত্যহিক দিনের ঘটনা যা তুলে ধরবো তথ্যবহুল আকারে এবং ভিডিও সূত্র হিসাবে, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন সামগ্রিক বাগমারার প্রতিটি ঘটনা কর্মকাণ্ড এবং কার্য বর্ণনা আপনি পাঠাতে পারেন আমাদের কাছে আপনার নিত্যদিনের ঘটনা এবং আশেপাশে ঘটে যাওয়া সামগ্রিক ঘটনা আমরা তুলে ধরতে চাই বাগমারা শীর্ষ নিউজ টোয়েন্টিফোর এর পক্ষ থেকে সকল ঘটনাবলী সাথে থাকুন, সঙ্গে থাকুন এই নিয়ে আগামীর পথ চলা।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।