কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া রোগী, অধিকাংশই শিশু

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া রোগী, অধিকাংশই শিশু

 

কুড়িগ্রামে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। সোমবার (২৮ মার্চ) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এমন দৃশ্য দেখা গেছে।

 

ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত এক নার্স জানান, কয়েক দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীর মধ্যে শিশুই বেশি। ১২ শয্যার এই ওয়ার্ডে সোমবার দুপুরে মোট রোগী ছিল ৩৯। এর মধ্যে শিশুর সংখ্যা ২৮। এ দিন দুপুর পর্যন্ত হাসপাতালে চার শিশুসহ ৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার ডায়রিয়া ওয়ার্ডে মোট রোগী ছিল ৩৪ জন। তাদের মধ্যে শিশুর সংখ্যা ছিল ২৫।

 

যাত্রাপুর থেকে চিকিৎসা নিতে আসা ডায়রিয়া আক্রান্ত শিশু সিয়ামের (৫) মা শারমিন জানান, এক সপ্তাহ আগে সিয়ামের পাতলা পায়খানা শুরু হয়। গত ২১ মার্চ সিয়ামকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। তখন থেকে তার সন্তান চিকিৎসাধীন। তবে এখন অনেকটা সুস্থ।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন জানান, গরমের কারণে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। মূলত পানিবাহিত রোগ হলেও গরমে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাওয়ায় মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। তবে আমরা যথাসাধ্য চিকিৎসা সেবা দিচ্ছি।

 

 

নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *