কুড়িগ্রামে পরিকল্পনা কর্মশালা-২০২২অনুষ্ঠিত
উলিপুর (,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও সলিডারিটির উদ্দ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ ‘র সহযোগিতায় ২০ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় সলিডারিটি টাওয়ার, অধ্যাপক শামসুন নাহার চৌধুরী মিলনায়তন,ত্রিমোহনীতে এক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেছেন সাবেক সিভিল সার্জন ডাঃ জনাব এস.এম.আমিনুল ইসলাম । কর্মশালায় বর্তমান ২০২২ সালের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এাডভোকেসিমূলক কাজ করার আলোচনা এবং একটি কার্যকর পরিকল্পনা তৈরী করা হয়েছে। সর্বপরি জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থাই ছিল এই কর্মশালার প্রত্যাশা।
ফয়জার রহমান রানু
উলিপুর, কুড়িগ্রাম
তাং ২০/০২/২২