কুড়িগ্রামের উলিপুরে কিশোর কবি, ও লেখক নাজমুল হাসানের পিতা ও তার দাদুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
কুড়িগ্রামের উলিপুরে কিশোর কবি ও লেখক নাজমুল হাসানের পিতা নুর আমিন সরকার ও দাদু আব্দুস সামাদ মোক্তারকে কুপিয়ে জখম করেছে হামলার শিকার আব্দুস সামাদ মোক্তারের আপন ছোট দুই সন্ত্রাসী ভাই।
আহত আব্দুল সমাদ মোক্তার ও নুর আমিন সরকার উলিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে আব্দুস সামাদ মোক্তারের অবস্থা আশঙ্কাজন। উক্ত ঘটনাটি ঘটে আজ শনিবার ২ অক্টোবর রাত আনুমানিক ১০ ঘটিকায়। হামলাকারী সন্ত্রাসী সাইদুল ইসলামেকে রাতেই গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।
তবে হামলাকারী সন্ত্রাসী ছবিউল ইসলাম ( ছবিল) পলাতক রয়েছে।
উক্ত ঘটনায় কিশোর কবি ও লেখক নাজমুল হাসান তার ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে তীব্র নিন্দা জানান। এবং আসামীদের বিচার দাবী করেন।