কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান

কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান ।

রফিকুল ইসলাম রফিক (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড এর উদ্যোগে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে অর্থ ও সনদ প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে, দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ, মোঃ মাহফুজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট, রংপুর এর চেয়ারম্যান মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট, রংপুর এর মহাসচিব মোঃ শায়খুল ইসলাম।

উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট, রংপুর এর নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাহী পরিচালক কুড়িগ্রাম মাল্টিমিডিয়া মডেল স্কুল মোঃ মুকুল মিয়া, রাজারহাট নতুনকুড়ি জুনিয়র স্কুলের পরিচালক মোঃ আসাদুজ্জামান রাজু, কুড়িগ্রাম শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ জামিনুল ইসলাম ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মোঃ শামসুল আলম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন কুড়িগ্রাম, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুলের ১৪ জন, শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল ৭৯ জন, নতুন কুড়ি জুনিয়র স্কুল ০৯ জন, সোনামণি প্রি ক্যাডেট স্কুল ২৮ জন, ঐশি প্রি ক্যাডেট স্কুল ১০ জন, কনফিডেন্সে প্রি ক্যাডেট স্কুল ০৯ জন, চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুল ০৪ জন, তাদবিরাতুল আরাবি মাদ্রাসা ০২ জন,

মডার্ন প্রি ক্যাডেট স্কুল ০৫ জন, ড্যাফোডিল স্কুল ০৪ জন, রেনেসা প্রি ক্যাডেট স্কুল ০৮ জন, ধরলা স্কুল ০৫ জন, সিপিএইচডি আইডিয়াল স্কুল ১৩ জন, হলি চাইল্ড ইসলামিক স্কুল ০৫ জন ও প্রগতি প্রি ক্যাডেট স্কুল ১০ জনসহ মোট ২২১ জন।

শেষে শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সনদ বিতরণ করা হয় এবং এই ধারা অব্যহত থাকবে মর্মে নর্থ লাইন এসোসিয়েটস লিমিটেড কর্তৃপক্ষ উপস্হিত সকলকে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *