কুড়িগ্রাম নাগেশ্বরীর দুধকুমার নদে ডুবে এক মাদরাসা ছাএ নিখোঁজ।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক,শীর্ষ নিউজ২৪.কম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার ছাত্র বায়েজিদ (৯) নিখোঁজ হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ (৭জুন) শুক্রবার উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকেল ৩টার দিকে বায়েজিদ কয়েকজন শিশুসহ পার্শের দুধ কুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামার একপর্যায়ে স্রোতে তলিয়ে যায়। পরে তার পরিবার ও স্হানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে নাগেশ্বরী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
রাতে নিউজ লেখা পর্যন্ত লাসের সন্ধান মেলেনি।
নিখোঁজ বায়েজিদ পাগলার হাট হাফিজিয়া মাদরাসার ছাএ এবং স্হানীয় বাদশা মিয়ার ছেলে।তিলাই ইউনিয়ের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাগেশ্বরী থানা ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ ইমন বলেন, এব্যপারে আমরা রংপুর ডুবুরী দলকে ডেকেছি তবে আগামী কাল শনিবার উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।