কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি আটক
রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম,
কুড়িগ্রামে পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা ও ১ টি অটো রিকশা জব্দ সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (০১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন ,নাগেশ্বরী থানা পুলিশ রবিবার (০১ অক্টোবর ) ভোররাতে নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা শিয়ালকান্দা এলাকা থেকে মাদক কারবারি মো. মিজানুর রহমান (৫০) নামে একজন কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া ফুলবাড়ী থানা পুলিশ গতকাল শনিবার বিকালে শিমুলবাড়ী ইউনিয়ন এর শহীদ বাজারের নিকট পাকা রাস্তার উপর থেকে একটি ব্যাটারি চালিত অটো থেকে ৩ কেজি গাঁজাসহ ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী গ্রামের মাদক কারবারি মো. সামিউল ইসলাম ও মো. আতাউর রহমান (২৩) নামে দুইজন কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত অটো রিকশা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, সততা, নিষ্ঠার সাথে আমাদের পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করে এসব মাদককারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, সামাজিকভাবে সকলকেই এগিয়ে আসার অনুরোধ করছি।